Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘২৪ ঘণ্টায় ইউক্রেনে ৩৪ রকেট হামলা’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২২, ৯:৫৮ এএম

রাশিয়া গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে ৩৪টি রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আজ সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি বলেন, চাসিভ ইয়ার শহরের একটি ভবনে রাশিয়ার রকেট যে রকেট হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, সেটিসহ ২৪ ঘণ্টায় তারা ৩৪টি রকেট হামলা চালিয়েছে। রাশিয়া এখনো ইউক্রেনে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে

চাসিভ ইয়ার শহরের হামলাটিকে 'সন্ত্রাসবাদ' হিসেবে আখ্যা দিয়েছে ইউক্রেন বলছে, স্টেট টেররিস্ট স্পনসরের তালিকায় রাশিয়ার নাম থাকা উচিত।

রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের বাসিন্দাদের সেখান থেকে দ্রুত সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী। ইউক্রেন সেনারা রাশিয়ায় পাল্টা হামলার পরিকল্পনা করছে বলে কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, চাসিভ ইয়ার শহরের একটি ভবনে রাশিয়ার রকেট হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আরও অন্তত ২৪ জন ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।



 

Show all comments
  • মোঃ আশরাফুল হক ১১ জুলাই, ২০২২, ১২:১৯ পিএম says : 0
    ইসরাইল ফিলিস্তিন উপর করলে তখন বিধর্মীরা কি ভুলে গেছেন ‍!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ