মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কায় বিরাজমান বিশৃঙ্খল পরিস্থিতিতে ভারত দেশটিতে সৈন্য পাঠাচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা অস্বীকার করেছে কলম্বোর ভারতীয় হাই কমিশন।
হাই কমিশন টুইট করে জানায়, 'এ ধরনের খবর এবং দৃষ্টিভঙ্গি ভারত সরকারের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।'
এদিকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত বরাবর শ্রীলঙ্কার পাশে রয়েছে।
তিন দিনের কেরল সফরে গিয়েছেন এস জয়শঙ্কর। রোববার তিরুঅনন্তপুরমে তিনি বলেন, ‘আমরা বরাবর শ্রীলঙ্কার পাশে। আমরা তাদের সাহায্যের চেষ্টা করছি। নাগরিকরা এখন সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। আমাদের দেখতে হবে, তারা কী করেন।’
সাংবাদিকরা ‘শরণার্থী সমস্যা’র প্রসঙ্গ তোলেন। প্রশ্ন করেন, শ্রীলঙ্কার নাগরিকরা কি এদেশে আশ্রয় পাবেন? সমস্যার কথা উড়িয়ে জয়শঙ্কর বলেন, ‘এখন আপাতত কোনো শরণার্থী সমস্যা নেই।’
রোববার শ্রীলঙ্কা নিয়ে বিবৃতি দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা জানায়, ‘শ্রীলঙ্কার মানুষের পাশে রয়েছে ভারত। গণতান্ত্রিক নীতি, মূল্যবোধ, প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পরিকাঠামোর মাধ্যমে শ্রীলঙ্কার মানুষ দেশের আর্থিক সমৃদ্ধি এবং উন্নয়নের পথ বুঝে নিতে চাইছেন।’
বিশেষজ্ঞ মহলের মত, শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে সাবধানী পদক্ষেপই করতে চায় দিল্লি। রোববার ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বললেন, ‘শ্রীলঙ্কা এবং তার নাগরিকরা যে পরিমাণ চ্যালেঞ্জের মুখে রয়েছেন, তা আমরা জানি। এই কঠিন সময় কাটিয়ে ওঠার যে চেষ্টা তারা করছেন, তাতে আমরা পাশে রয়েছি।’
ভারতীয় সৈন্য পাঠানোর অনুরোধ
এদিকে ভারতের রাজ্যসভার এমপি ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ড. সুব্রম্যানিয়ান স্বামী বলেছেন, শ্রীলঙ্কাকে সহায়তার জন্য ভারতকে অবশ্যই সৈন্য পাঠাতে হবে।
শ্রীলঙ্কার রাজনীতি সম্পর্কে ভালোভাবে জানাশোনা হিসেবে পরিচিত এবং রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ড. স্বামী এক টুইটার বার্তায় বলেন, একটি বৈধ নির্বাচনকে ভণ্ডুল করতে উচ্ছৃঙ্খল জনগণকে সুযোগ দিতে কিভাবে পারে ভারত।
তিনি বলেন, গোতাবায়া ও মহিন্দ রাজাপাকসে উভয়ে অবাধ নির্বাচনে বিপুলভাবে জয়ী হয়েছেন। ভারত কিভাবে এ ধরনের একটি বৈধ নির্বাচনকে ভণ্ডুল করতে উচ্ছৃঙ্খল জনতাকে সুযোগ দিতে পারে? আর আমাদের প্রতিবেশী এলাকায় কোনো গণতান্ত্রিক দেশ থাকবে না। রাজাপাকসে যদি ভারতীয় সামরিক বাহিনীর সহায়তা চায়, আমাদেরকে অবশ্যই তা দিতে হবে।'
সূত্র : ডেইলি মিরর ও আনন্দবাজার পত্রিকা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।