মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভিয়েনায় অবস্থিত চীনা দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে উইঘুর মুসলিম প্রবাসীরা। উরুমকি গণহত্যার ১৩তম বার্ষিকি উপলক্ষ্যে এই বিক্ষোভ করেছেন তারা। এর আগে, বুধবার আরও একটি বিক্ষোভে অংশ নেয় উইঘুর প্রবাসীরা। সেখানে ১২ থেকে ১৫ জন অংশ নেন। এসময় তারা উরুমকি গণহত্যার নিন্দা জানান।
ভিয়েনা উইঘুর কমিউনিটি প্রেসিডেন্ট মেভলান দিলশান্ত বলেন, ১৩ বছর আগে ৫ জুলাই উরুমকি গণহত্যা সংগঠিত হয়। এই ঘটনার সঙ্গে চীনে চলমান গণহত্যার স্মরণে এই বিক্ষোভের আয়োজন।
২০০৯ সালের ৫ জুলাই জিনজিয়াংয়ের রাজধানী উরুমকিকে ভয়াবহ দাঙ্গা সৃষ্টি হয়। দুই উইঘুর মুসলিমকে হত্যার দায়ে বিক্ষোভরত উইঘুরদের ওপর হামলা করে চীনা বাহিনী। যার কারণে কয়েক শত বিক্ষোভকারীর মৃত্যু হয়। আহত হয় কয়েক হাজার।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ১৯৭ জনের মৃত্যু হয় ওই ঘটনায়। ১ হাজার ৭২১ জন আহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।