Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘরের মাঠে প্রতিশোধের সুযোগ চট্টগ্রাম আবাহনীর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২২, ৮:০৪ পিএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের (বিপিএল) ১৯ রাউন্ড মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার থেকে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল ৪টায় লিগের একমাত্র ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। লিগের প্রথম লেগে বসুন্ধরার কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল চট্টলাগ্রামের দলটি। এবার ঘরের মাঠে চট্টগ্রামের সামনে ওই হারের প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ।

বিপিএলে এবার মোট ২২ রাউন্ড খেলা হবে। তাই শিরোপা প্রত্যাশী দলগুলোর জন্য আগামী রাউন্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ। ১৮তম রাউন্ডটি বড় ক্লাবগুলোর জন্য তেমন ভালো যায়নি। একের পর এক জয়ে উড়তে থাকা বসুন্ধরার কাছ থেকে পয়েন্ট কেড়ে নিয়ে গত রাউন্ডে চমক দেখিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। নিজেদেও মাঠে আত্মবিশ্বাসী মোহামেডান ১-১ গোলে ড্র করে কিংসদের বিপক্ষে। সেই মাঠেই বৃহস্পতিবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলতে হচ্ছে বসুন্ধরাকে। দারুণ ছন্দে থাকা বসুন্ধরার হঠাৎ কিছুটা ছন্দপতন হলেও ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে তারা। গত রাউন্ডে হোচট খেয়েছে ঢাকা আবাহনী লিমিটেডও। নিজেদেও ১৮তম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে ৪-২ গোলে এখন শিরোপার আশা প্রায় ছেড়েই দিয়েছে লিগের ছয়বারের চ্যাম্পিয়নরা। কারণ বড় কোন অঘটন না ঘটলে এবারও শিরোপা বসুন্ধরার ঘরেই যাবে এটা প্রায় নিশ্চিত। তাই আবাহনী এখন অন্তত রানার্সআপ হয়ে লিগ শেষ করার চিন্তাতেই আছে। ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে আবাহনী। ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাইফ স্পোর্টিং ক্লাব। গত আসরের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও সাইফের সমান পয়েন্ট। তবে গোলগড়ে পিছিয়ে চতুর্থ স্থানে আছে জামাল। পঞ্চম স্থানে আছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। তাদের ২৮ পয়েন্ট। পুলিশের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে তাদের ঘারে নিঃশ্বাস ফেলছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেরা পাঁচের মধ্যে থাকতে না পারলেও গত রাউন্ডটা সাদাকালোদের ভালোই কেটেছে। কারণ কাগজে কলমে অন্যতম শক্তিধর দল বসুন্ধরা কিংসের সঙ্গে দারুণ লড়াই করে ১৮তম রাউন্ডে ড্র করেছে তারা। মোহামেডানের সমান (২৬ পয়েন্ট) পয়েন্ট নিয়েই গোলগড়ে পিছিয়ে সপ্তম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। গত রাউন্ডে জামালের কাছে তারা হেরে গেছে ২-০ গোলে। তবে আজ নিজেদের ঘরে প্রতিশোধ নিতে পারলে দুই ধাপ উন্নতি করার সুযোগ থাকছে তাদের সামনে। অষ্টম স্থানে থাকা শেখ রাসেলের ২১ পয়েন্ট। ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে থাকা রহমতগঞ্জের জন্যও ১৮তম রাউন্ডটি ছিল দারুণ সৌভাগ্যের। কারণ এই রাউন্ডে তারা ৭-১ গোলের বড় জয় তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে। উত্তর বারিধার ক্লাবের ১৩ পয়েন্ট। তারা আছে দশম স্থানে। গত রাউন্ডে বড় হারে ১১ তম স্থানে নেমে গেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তাই অবনমনের শঙ্কা ভর করেছে তাদের ঘারেও। ১৮ ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহ ১১ পয়েন্ট। তলানীতে থাকা স্বাধীনতা ক্রীড়া সংঘের ৯ পয়েন্ট। পরবর্তী ৪ রাউন্ডের মধ্যে নিজেদের ভাগ্য বদল করতে না পারলে তাদেরকে নেমে যেতে হবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে (বিসিএল)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৮ জানুয়ারি, ২০২৩
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ