Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১:৪০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় আবুল কালাম (৫০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল দশটায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত কালাম চাকামাইয়া ইউনিয়নের কাছিম খালি গ্রামের মৃত বনি আমিনের ছেলে।
দুস্থ মানুষদের নিয়ে কাজ করা অন্যদানের প্রতিষ্ঠাতা মিন্টু মিয়া জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, দ্রুতগামী কোন যান বাহনের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে তার মুত্যু হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে একটি অপমৃতুর মামলা দায়ের করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ