Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুম্বাইয়ে পরিত্যক্ত হাসপাতাল থেকে ৪ জনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ২:১৫ পিএম

ভারতের একটি পরিত্যক্ত হাসপাতালের ভবন থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুম্বাইয়ের কান্দিভালি এলাকার একটি হাসপাতাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ বলছে, নিহত চারজনের ভেতর তিনজন একই পরিবারের। লাশ উদ্ধারের সময় তারা চারটি সুইসাইড নোটও উদ্ধার করেছে।
মৃতরা হলেন- কিরণ দালভি, তাঁর দুই মেয়ে মুসকান ও ভূমি এবং অপরজনের নাম শিবদয়াল সেন।
পুলিশ বলছে, হাসপাতালটি ১৫ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই পরিবারটি হাসপাতাল ভবনের ভেতরই থাকত।
পুলিশ জানিয়েছে, নিহত চারজনের ভেতর দুজনের মরদেহ ভবনটির তিনতলার একটি পুল থেকে উদ্ধার করা হয়েছে। আর অন্য দুজনের মরদেহ দোতলায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছে। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ