Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরবনের নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ৫:২৬ পিএম

সুন্দরবনের মাদার নদীতে নিখোঁজ জেলে কেরামত আলীর মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের ২৪ ঘন্টা

পর বুধবার (২৯ জুন) ভোর পাঁচটার দিকে নদীর চর থেকে স্থানীয়রা ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন।
এর আগে গত মঙ্গলবার সকালে মাছ শিকারের জন্য নদীতে ফেলা বড়শি আটকে যাওয়ার পর তাছাড়াতে যেয়ে ডুব দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সারাদিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা মাদার নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
দুই পুত্রের জনক কেরামত আলী শ্যামনগর উপজেলার মহেশখালী গ্রামের মনসুর গাজীর ছেলে। সহায় সম্বলহীন দিনমজুর ওই ব্যক্তি পরিবারবর্গ নিয়ে
মাদার নদীর চরে বসবাস করতেন বলে জানান, কৈখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। তিনি বলেন,নিহতের পরিবারের সদস্যদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ