Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রচন্ড দাবদাহে জাপানে বিদ্যুৎ ঘাটতির শঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০৪ এএম

তীব্র দাবদাহের কারণে রাজধানী টোকিও এবং আশপাশের এলাকার নাগরিকদের বিদ্যুৎ ঘাটতি নিয়ে সতর্ক করল জাপান সরকার। দাবদাহের কারণে বিদ্যুৎ সরবরাহে চাপ বাড়বে বলে সোমবার সতর্ক করে কর্তৃপক্ষ। দেশটিতে বিদ্যুৎ চাহিদা তীব্র হতে পারে জানিয়েছে দেশটির অর্থ, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়। এতে অপ্রয়োজনীয় বাতি অবশ্যই বন্ধ রাখা উচিত। তবে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে এসি ব্যবহার করা যেতে পারে। জাপান সরকার বলছে, আগামী কয়েক সপ্তাহের জন্য দেশে তাপমাত্রা বাড়বে। ফলে দেখা দেবে বিদ্যুৎসংকট। এদিকে সপ্তাহান্তে মধ্য টোকিওর তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। রাজধানীর উত্তরাঞ্চলের ইসেসকি শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা জুনে জাপানের সর্বোচ্চ তাপমাত্রা। এ অবস্হায় দিনে তিন ঘণ্টা অপ্রয়োজনে লাইট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এনএইচকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তীব্র দাবদাহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ