Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মাগুরায় তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত

প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : তীব্র দাবদাহে মাগুরা জেলার সর্বত্র জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশী থাকায় ভ্যাপসা গরমে মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে। থেমে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। হাসপাতালে ডায়রিয়াসহ গরম জনিত রোগীর ভীড় দেখা যাচ্ছে। ইতিমধ্যে গভীর অগভীর নলকুপ অকেজো হয়ে পড়ায় সেচ কার্যে দেখা দিয়েছে বিপর্যয়। শহর ও গ্রামের ছোট- খাটো জলাশয়গুলো শুকিয়ে গেছে। ফলে সর্বত্রই পানীয় জলের তীব্র সংকট সাধারণ মানুষকে চরম সমস্যার মধ্যে ফেলেছে। বৃষ্টির জন্য চারিদিকে হাহাকার দেখা দিলেও বৃষ্টির দেখা নেই। এপ্রিল মাসের মাঝামাঝি এখনও তাপদাহ কমছেনা। মাগুরা জেলার সর্বত্র তীব্র দাবদাহে পুড়ছে মানুষসহ ক্ষেতের ফসল স্বাভাবিক কাজকর্ম অচল হয়ে পড়েছে। অথচ বৃষ্টির কোন লক্ষন দেখা যাচ্ছেনা। শুধু মানুষইনা জীবজগতের পান প্রায় ওষ্ঠাগত। সংকটের মুখোমুখী হয়ে পড়েছে মাছ সবজিসহ ক্ষেতের ফসল। বৃষ্টি না হওয়ার কারণ হিসেবে আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে বাতাসে আদ্রতার পরিমান খুবই কম। মাঝে মধ্যে আকাশে মেঘের ঘনঘটা দেখা দিলেও তা নিমিষে হারিয়ে যাচ্ছে। মাগুরার আবহাওয়া বর্তমানে মানুষের স্বাভাবিক কাজ কর্মের অনুপযোগী হয়ে পড়েছে। চরমভাবাপন্ন এ অবস্থার কারণে সকাল ১০ টার পর বাইরে বের হওয়া কষ্টকর। আবার ঘরে থাকাও কষ্টকর হয়ে পড়েছে বিদ্যুতের লোডশেডিং এর কারণে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এ সমস্যা আরো তীব্র আকার ধারণ করেছে। একটু সস্তির জন্য বৃষ্টির আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ ভাবে বৃষ্টিহীন অবস্থা চলতে থাকলে মানুষের বেঁচে থাকা কস্টকর হয়ে পড়বে।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাগুরায় তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ