Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

তীব্র দাবদাহে চাটমোহরের লিচু চাষিদের মাথায় হাত

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে
তীব্র খরা আর প্রচ- তাপের কারণে চাটমোহর এলাকার লিচু চাষিদের ব্যাপক ক্ষতি হওয়ায় তাদের মাথায় হাত উঠেছে। লাগাতর খরা আর প্রচ- রৌদ্রের কারণে পাবনার চাটমোহর এলাকার লিচু চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। লিচু রৌদ্রের খরতাপে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। চাষিরা নিরুপায় হয়ে গাছের তলায় পানি সেচ দিয়েও প্রতিকার পাচ্ছেন না। ইতোমধ্যে পাবনার চাটমোহরের লিচু চাষিরা বেশ লাভবান হলেও বর্তমানে তারা ব্যাপক লোকসানে পড়েছে। লাগাতার খরা আর প্রচ- রৌদ্রের কারণে লিচু ফেটে যাচ্ছে এবং দাগী ধরে পচে যাচ্ছে। লিচু চাষিরা জানান, লিচুর এহেন অবস্থায় ব্যাপারীরাও লিচু কিনছেন না। ফলে গাছের লিচু গাছেই নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থা আর কয়েক দিন থাকলে এলাকার লিচু চাষিরা এবার ব্যাপক ক্ষতির মধ্যে পতিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তীব্র দাবদাহে চাটমোহরের লিচু চাষিদের মাথায় হাত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ