Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ রাজ্যে রেড অ্যালার্ট ভারতে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত

প্রকাশের সময় : ২০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের বিভিন্ন রাজ্যে তীব্র দাবদাহের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এসব রাজ্যে চলতি মে মাসেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচ- গরমের জন্য রাজস্থান, মধ্য প্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি এবং উত্তর প্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া চন্ডীগড় এবং পাঞ্জাবের কিছু এলাকায় আরো কয়েকদিন তীব্র দাবদাহ চলতে পারে। আবহাওয়া দফতর থেকে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মানুষজনকে বাড়ির বাইরে না বেরোনোর জন্য পরামর্শ দেয়া হয়েছে। রাজস্থানের বিভিন্ন এলাকায় গত বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজস্থানের ফলোদিতে তাপমাত্রা
৫০ ডিগ্রিতে পৌঁছেছে। চুরুতে ৪৯.১ এবং বাড়মেরে ৪৭.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এছাড়া জয়সলমীরে ৪৭, শ্রীগঙ্গানগরে ৪৬, বনস্থলীতে ৪৫.৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। রাজধানী জয়পুরে এক ডিগ্রি বেড়ে তাপমাত্রা ৪৪ ডিগ্রিতে পৌঁছেছে। আজমীরে তাপমাত্রা রয়েছে ৪৩.৭ ডিগ্রিতে। দিল্লিতে গত বুধবার তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি। যদিও রাজধানীর বাইরের কয়েকটি এলাকায় তাপমাত্রা ৪৬.৪ ডিগ্রিতে পৌঁছেছে। আবহাওয়া দফতর থেকে আগামী কয়েকদিনের মধ্যে উত্তর প্রদেশ, হরিয়ানা রাজস্থান, গুজরাট, মধ্য প্রদেশ এবং দিল্লিতে গরমের প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। রাজধানী দিলিতে দাবদাহজনিত বিভিন্ন কারণে এ পর্যন্ত ৩০০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চলতি মে মাসেই ১০০ জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানা রাজ্যে দাববাহ সংক্রান্ত বিভিন্ন উপসর্গজনিত কারণে মৃতের সংখ্যা ৩০৯ তে পৌঁছেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে সব জেলায় দাবদাহ সংক্রান্ত সতর্কতা জারি এবং মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়ার কথা ঘোষণা করা হয়েছে। জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৮ রাজ্যে রেড অ্যালার্ট ভারতে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ