Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনকে ৩টি ড্রোন উপহার দিচ্ছে তুরস্ক

এসটিএম৫০০ যুদ্ধ সাবমেরিনের পরীক্ষামূলক উৎপাদন শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০৪ এএম

তুরস্কের প্রতিরক্ষা ফার্ম বায়কার ইউক্রেনকে তিনটি মনুষ্যবিহীন ড্রোন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, তুরস্কের ড্রোন কিনতে স¤প্রতি ইউক্রেনের সাধারণ নাগরিকরা ফান্ড (তহবিল) সংগ্রহ শুরু করে। কয়েকটি ড্রোন কেনার মতো তহবিল ইতোমধ্যে তারা সংগ্রহ করেছে। এরমধ্যে তুরস্ক কিয়েভকে তিনটি ড্রোন উপহার দেওয়ার ঘোষণা দিল। উল্লেখ্য, ইউক্রেনে তুরস্কের বায়কার ফার্মের টিবি-২ মডেলের বায়রাকতার ড্রোন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই ড্রোনের সহায়তায় ইউক্রেনীয় সেনারা রাশিয়ার আর্টিলারি সিস্টেম ও সাঁজোয়া যান ধ্বংস করতে সক্ষম হয়েছে। ‘বায়রাকতার, বায়রাকতার’ শিরোনামে রুশ সেনাদের ব্যঙ্গ করে ইউক্রেনে একটি গানও বের হয়েছে। গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। তুর্কি প্রতিরক্ষা ফার্ম বায়কার বলছে, ইউক্রেনে কয়েকদিনে তহবিল গঠনের ক্যাম্পেইন মাইলফলকে পৌঁছেছে। এতে সাধারণ জনতা থেকে শুরু করে ব্যবসায়ী নেতারা অবদান রেখেছে। এক বিবৃতিতে তুর্কি ড্রোন ফার্মটি বলেছে, টিবি-২ ড্রোনের জন্য বায়কার ইউক্রেনের কাছ থেকে কোনো অর্থ নেবে না। ইউক্রেনের সম্মুখ যুদ্ধে বিনামূল্যে তিনটি ড্রোন দেওয়া হবে। সংগৃহীত তহবিল যুদ্ধপীড়িত মানুষদের জন্য ব্যবহার করতে বলা হয়েছে। ইউক্রেনের সেনারা তুরস্কের নির্মিত ড্রোন ব্যবহার করছে। এ নিয়ে আঙ্কারার কাছে অভিযোগ জানিয়েছে মস্কো। অপরএক খবরে বলা হয়, ছোট আকারের একটি যুদ্ধ সাবমেরিনের পরীক্ষামূলক উৎপাদন শুরু করতে যাচ্ছে তুরস্ক। দেশটির প্রকৌশলীদের ডিজাইন করা এসটিএম৫০০ একটি ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের (এসএসবি) প্রধান ইসমাইল ডেমির এ কথা জানিয়েছেন। এক টুইটার বার্তায় তিনি জানান, ‘এটি আমাদের জাতীয় সাবমেরিন অ্যাডভেঞ্চারের একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমরা এসটিএম৫০০ সাবমেরিনের উৎপাদন শুরু করছি, যা দেশীয় সম্পদ দিয়ে তুর্কি প্রকৌশলীরা ডিজাইন করেছিলেন।’ তিনি জোর দিয়ে জানান, ‘এসটিএম৫০০ উন্মুক্ত সমুদ্রে এবং অগভীর পানি- উভয়ক্ষেত্রে যেন কাজ করতে পারে এমনভাবে ডিজাইন করা হয়েছে।’ ইসমাইল ডেমির বলেন, ‘এটি কৌশলগত প্রয়োজন যেমন- পুনরুদ্ধার ও নজরদারি এবং বিশেষ বাহিনীর অভিযান ও সাবমেরিন বিরোধী যুদ্ধেও সাড়া দিতে পারে। এসটিএম৫০০ সাবমেরিনটি উন্নত এবং আধুনিক যুদ্ধ ব্যবস্থা দিয়ে সজ্জিত করা হবে।’ এসটিএম৫০০ সাবমেরিনটির উন্নয়নে কাজ করছে তুরস্কের নামকরা প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এসটিএস। এটি কোনো ধরনের সমস্যা ছাড়াই ৩০ দিন যেকোনো ধরনের মিশনে অংশ নিতে পারবে। সাবমেরিনটিতে ১৮ জন ক্রু ছাড়াও আটজনের একটি বিশেষ বাহিনী থাকবে। প্ল্যাটফর্মটিতে মোট আটটি ভারী টর্পেডো এবং চারটি রেডি-টু-ফায়ার টর্পেডো টিউবসহ গাইডেড-মিসাইল ফায়ারিং ক্ষমতা থাকবে। রয়টার্স, ডেইলি সাবাহ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ