নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) ডেলিগেটরা আজ থেকে বাংলাদেশে আসা শুরু করবেন। দক্ষিণ এশিয়ার অন্যতম দেশ ভারতকে ছাড়াই ২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে সাফের কংগ্রেস। তথ্যটি মঙ্গলবার নিশ্চিত করেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি বলেন, ‘সাফ সচিবালয় কংগ্রেস আয়োজনে প্রস্তুত। তবে এই কংগ্রেসে ভারত থেকে কেউ আসছেন না বলে তারা জানিয়েছে।’ মেয়াদোত্তীর্ণ কমিটি ও আদালতের হস্তক্ষেপে নতুন কমিটি গঠন নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (আইএএফ) ফিফার নিষেধাজ্ঞার শংকায় রয়েছে। তাই সাফ কংগ্রেসে তারা কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না। এই কংগ্রেস সাফের নির্বাচনী কংগ্রেস। সেই নির্বাচনে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মনোনীত সহ-সভাপতি প্রার্থী ছিলেন সুব্রত দত্ত। এখন নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ফলে এই পদটি শূন্য থাকছে। এ প্রসঙ্গে হেলাল বলেন, ‘বিষয়টি নিয়ে কংগ্রেসে আলোচনা হবে। কংগ্রেস যে সিদ্ধান্ত নেয় সেই অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।