মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মুম্বাইয়ে মধ্যরাতে ভেঙে পড়েছে একটি চার তলা বাড়ি। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (২৭ জুন) রাতে মুম্বাইয়ের কুরলার নায়েক নগর সোসাইটিতে এ ঘটনা ঘটে।
ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়। জানা যায়, ভাঙা বাড়ির স্তূপে আটকা পড়েন অন্তত ১০ জন। মঙ্গলবার (২৮ জুন) সকালেও উদ্ধার অভিযান চলছিল। এখনও বেশ কয়েকজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে দমকল বাহিনী সূত্রে জানিয়েছে আনন্দবাজার।
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে নায়েক নগর এলাকার একটি চার তলা বাড়ি ভেঙে পড়ে। ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় প্রশাসনকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে আট জনকে ওই ভাঙা বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে আরও দুই জনকে উদ্ধার করা হয়।
আরও কত জন ধ্বংসস্তূপের তলায় আটকে আছেন তার সঠিক সংখ্যা জানা যায়নি। তবে পৌরসভার একটি সূত্র জানিয়েছে, ২৫ জনেরও বেশি মানুষ আটকে রয়েছেন। উদ্ধার কাজে হাত লাগিয়েছে দমকল বাহিনী। সূত্র : আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।