প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্যান্ড পার্থিব’র পথচলা যুগ পেরিয়েছে গত বছর। দলটির যাত্রা শুরু হয় ২০০৩ সালে। ১২ বছরে ব্যান্ডটি প্রকাশ করেছে একটি ডাবল অ্যালবামসহ মোট তিনটি অ্যালবাম। প্রায় তিন বছর পর ডিসেম্বরে দলটি প্রকাশ করতে যাচ্ছে নতুন অ্যালবাম। নাম ‘স্বাগত বাংলাদেশে’। পুরো অ্যালবামটি সাজানো হয়েছে দেশাত্মবোধক গান দিয়ে। পার্থিব প্রধান আশফাকুল বারি রুমন জানান, প্রায় তিন বছর ধরে ডজন খানেক গান তৈরি করেছেন তারা। সেখান থেকে সেরা ৯টি গান চূড়ান্ত করেছেন এই অ্যালবামের জন্য। আরো জানান, দেশে কোনো ব্যান্ডের এটাই প্রথম অ্যালবাম যার পুরোটাই দেশাত্মবোধক গানে সাজানো। অ্যালবামটি সিএমভির ব্যানার থেকে প্রকাশ পাচ্ছে ২ ডিসেম্বর। ২ ডিসেম্বর রাতে দেশ টিভির ফনোলাইভ ‘কলের গান’-এর মঞ্চে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। যেখানে পার্থিব সদস্যরা ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে সংগীতশিল্পী পার্থ বড়–য়া, বাপ্পা মজুমদার, সুমন কল্যান এবং সিএমভি’র প্রধান এসকে সাহেদ আলীর। অন্যদিকে এই লাইভ প্রকাশনা উৎসবে টেলিফোনে অংশ নেবেন আইয়ুব বাচ্চু এবং ফাহমিদা নবী। ‘স্বাগত বাংলাদেশে’ প্রসঙ্গে রুমন বলেন, ‘এটিকে শুধুমাত্র একটি গানের অ্যালবাম বলাটা হয়তো ঠিক হবে না। এটি একটি স্বপ্ন এবং স্বপ্নের বাস্তবায়ন। আমাদের ইচ্ছা এবং চেষ্টা ছিল প্রিয় এই দেশের রূপ গানে গানে সবার কাছে তুলে ধরা। জানিনা কতটা সফল হয়েছি; তবে তিন বছরে চেষ্টার কোনো ঘাটতি রাখিনি।’ রুমন আরো জানান, অ্যালবামের গানগুলোতে ৫২’র ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, আমাদের সামগ্রিক এগিয়ে যাওয়া, ক্রিকেট, বৈশাখের উৎসব কিংবা ঈদের আনন্দসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রায় সব বিষয়ই ধারণ করা হয়েছে গানগুলোর কথা-সুর-সংগীতে। যেখানে ৮টি বাংলা গানের পাশাপাশি বিদেশি শ্রোতাদের আকৃষ্ট করতে তৈরি হয়েছে ‘ওয়েলাম টু বাংলাদেশ’ গানটি। সবগুলো গানের কথা ও সুর দিয়েছেন পার্থিব’র লিড গিটারিস্ট রুমন। দলের অন্য সদস্যরা হলেন, কীবোর্ড ও কণ্ঠে রনি, বেজ গিটার ও রেকর্ডিংয়ে কিবরিয়া কিবু, ড্রামস ও পারকাশনস-এ শুভ এবং অতিথি গিটারিস্ট হিসেবে সেলিম হায়দার। ব্যান্ডের প্রকাশিত অন্য অ্যালবামগুলো হলো বাউন্ডুলে (২০০৫), উৎসর্গ নিজেকে (২০১১) এবং পার্থিব দ্য ডেফিনিটিভ অ্যালবাম (২০১৪)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।