প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ব্যান্ডদল এসবিএল প্রকাশ করতে যাচ্ছে জনকল্যাণমূলক নতুন গান। গানটির শিরোনাম ‘হিংস্র থাবা’। দলটি ইতোমধ্যে জনসচেতনতামূলক একাধিক গান প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে, খাদ্যে ভেজাল রোধে ডোন্ট ইউজ ফরমালিন, শ্রম আইন প্রতিষ্ঠায় কাজের মেয়ে, বাংলাদেশ, সমাজকে বদলে দাও, ফাদার অফ দ্যা নেশন, রহমতের মাহে রমজান ইত্যাদি। সচেতনতামূলক গানগুলো শ্রোতাদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। এ প্রসঙ্গে ব্যান্ড ডিরেক্টর ও ভোকাল সুমন বলেন, ব্যান্ড এস বি এল সবসময় জনকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখার চেষ্টা করে। গানের মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা তৈরিতে এসবিএল বদ্ধপরিকর। এ ধারাবাহিকতায় ‘হিংস্র থাবা’ প্রকাশিত হচ্ছে। গানটি লিখেছেন চ্যানেল এসবিএল টিভির পরিচালক সৈয়দ মইনুল ইসলাম মইন, সুর ও কন্ঠ দিয়েছেন এস বি এল ভোকাল সুমন। এ সপ্তাহের মধ্যেই গানটি ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেল এ প্রকাশ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।