Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপ সফরে যাচ্ছে ‘শিরোনামহীন’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ১০:৫৯ এএম

স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ততায় দিন কাটাচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘শিরোনামহীন’। স্টেজ শো করতে এবার দেশের গণ্ডি পেরিয়ে প্যারিসে যাচ্ছে ব্যান্ড দলটি। এটাই তাদের প্রথম ইউরোপ সফর। আগামী ২৯ মার্চ প্যারিসের উদ্দেশে যাত্রা করবে ‘শিরোনামহীন’। ৩০ মার্চ প্যারিস শহরের অদূরে অনিন্দ্য সুন্দর প্রকৃতির বুকে অনুষ্ঠিত হবে কনসার্টটি।

প্যারিসের শো নিয়ে ‘শিরোনামহীন’-এর দলনেতা জিয়া বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি কনসার্টের আয়োজন হচ্ছে প্যারিস শহরে। এই আমন্ত্রণ শিরোনামহীনের জন্য বিরল সম্মানের।’

জানা যায়, বর্তমান সময়ের ব্যস্ততম এই ব্যান্ড ২৬, ২৭ এবং ২৮ মার্চ পরপর তিন দিন চট্টগ্রাম শহরে পারফরম্যান্স শেষে সরাসরি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের দোহা হয়ে আগামী ৩০ মার্চ প্যারিসে অবতরণ করবে। প্যারিসের কনসার্ট শেষে আগামী ৩ এপ্রিল দেশে ফিরবেন তারা।

শিরোনামহীনের বর্তমান সদস্যরা হলেন-জিয়া রহমান (গীতিকার-সুরকার-বেস-চেলো-সরোদ), কাজী আহমাদ শাফিন (ড্রাম-সরোদ-বাঁশি), দিয়াত খান (লিড), শেখ ইশতিয়াক (কণ্ঠ) ও সাইমন চৌধুরী (কিবোর্ড)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ