Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন হেভি মেটাল ব্যান্ডের নামে সন্তানদের নাম রাখলেন মা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০২ এএম

নিউজিল্যান্ডের এক মা রক এন’ রোলের প্রতি তার ভালবাসার স্মারক হিসেবে তিন সন্তানের নাম রেখেছেন তিন হেভি মেটাল ব্যান্ড স্লেয়ার, প্যান্টেরা এবং মেটালিকার নামে। জানিয়েছেন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা ডেভিড ফ্যারিয়ার। এছাড়া মেটালিকা নামের সন্তানটির নামের সঙ্গে জুড়ি দেয়া হয়েছে ব্যান্ডের চতুর্থ অ্যালবাম ‘অ্যান্ড জাস্টিস ফর অল’ কথাটি। ফ্যারিয়ার টুইট করেছেন, ‘গর্বের সঙ্গে জানাচ্ছি নিউজিল্যান্ডের এক মা তার সন্তানদের নাম রেখেছেন মেটালিকা, প্যান্টেরা এবং স্লেয়ার; তিনি আমাকে জানিয়েছেন সবচেয়ে ভারি এই তিন ব্যান্ডকে পালন করা সহজ নয়।’ নেটফ্লিক্সের ‘ডার্ক টুরিস্ট’ সিরিজের নির্মাতা ফ্যারিয়ার মায়ের পরিচয় না দিলেও জানিয়েছেন তিনি শিশুদের জন্ম সনদ খুঁজে পেয়েছেন। ফ্যারিয়ার আরও লিখেছেন, ‘আমি রেজিস্টার জেনারেলের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করেছি, ব্যান্ড বা অ্যালবামের নামে শিশুর নাম রাখায় কোনও বাধা আছে কিনা, তিনি জানিয়েছেন নেই, তবে কিছু শর্ত আছে।’ ফ্যারিয়ার জানান মায়ের এই পদক্ষেপের কারণে তার সন্তানরা কোনও রাজনৈতিক পদে অধিষ্ঠিত হতে পারবে না। এছাড়া চাকরির ক্ষেত্রেও তারা সমস্যায় পড়বে, সামাজিক সমস্যা তো মোকাবেলা করতে হবেই। তবে নামের কারণে তারা সহজে পরিচিত হতে পারবে তা সন্দেহাতীত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেটাল ব্যান্ড
আরও পড়ুন