Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবী (স.) কে নিয়ে বিতর্কের মধ্যেই আবুধাবি যাচ্ছেন মোদি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ১০:৫৮ এএম

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় নূপুর শর্মা সম্পর্কে একযোগে নিন্দায় মুখর হয়েছিল ইসলামিক দেশগুলো। তবে অন্যদের মতো বিবৃতি দিয়ে ঘটনাটির সমালোচনা করলেও ভারতীয় দূতকে ডেকে পাঠায়নি আবুধাবি। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৪ জুন) আনন্দবাজার জানায়, ২৬ থেকে ২৮ জুনের সফরে মোদি প্রথমে জার্মানিতে জি-৭-এর বৈঠকে আমন্ত্রিত রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে যোগ দেবেন। সেখান থেকে যাবেন আবুধাবি।

গত মাসে মারা যায় আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। নতুন রাজা হন প্রয়াত শাসকের সৎভাই শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শেখ খলিফার মৃত্যুতে শোক জ্ঞাপন করতে এবং নতুন রাজাকে শুভেচ্ছা জানাতে বিদেশ সফরের শেষ দিন অর্থাৎ ২৮ জুন আবুধাবি যাবেন মোদি। সেই রাতেই তিনি ফিরে আসবেন ভারতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ