মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের কর্নাটকে দ্বিতীয় বর্ষের প্রাক-বিশ্ববিদ্যালয় পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইলহাম খাতুন নামের একজন হিজাব পরিহিতা ছাত্রী।
ইলহাম খাতুন বিজ্ঞান শাখায় ৬০০ নম্বরের মধ্যে মোট ৫৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি বেঙ্গালুরুর সেন্ট অ্যালোসিয়াস পিইউ কলেজের ছাত্রী। তিনি ক্লিনিক্যাল সাইকোলজি পড়তে চান।
সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইলহাম বলেন, দশম শ্রেণি থেকেই আমি মনোবিজ্ঞানের প্রতি আগ্রহী। আমি ক্লিনিকাল সাইকোলজিতে ক্যারিয়ার গড়তে চাই।
বিজ্ঞান শাখায় ৫৯৮ নম্বর নিয়ে শীর্ষে রয়েছেন বেঙ্গালুরুর সিমরান রাও। শনিবার ফলাফল ঘোষণা করা হয়। এতে ৬১.৯ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
কর্নাটকের কালবুর্গি উত্তর আসনের বিধায়ক কানিজ ফাতিমা ইলহামকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, শিক্ষার জন্য হিজাব কোনো বাধা নয়। কর্ণাটক রাজ্য প্রাক-বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ২য় স্থান অর্জনের জন্য ইলহামকে অভিনন্দন। সূত্র : মুম্বাই উর্দু নিউজ ও আওয়াজ দ্য ভয়েস
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।