Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় আ’লীগ নেতা অধ্যক্ষ মোশাররফ হোসেন মোশাকে গুলি করে হত্যার চেষ্টা

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ৩:১৮ পিএম

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাশদহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন মোশাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ জুন) দুপুরে কলেজ থেকে বের হয়ে সাতক্ষীরায় যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া গুলিতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বাশদহা শহীদ স্মৃতি কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান, অধ্যক্ষ মোশাররফ হোসেন মোশা কলেজের
কাজ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হয়ে যান। কলেজের গেট থেকে অল্প একটু দূরেই বাশদহা গ্রামের আব্দুল জলিলের বাড়ির সামনে পৌঁছালে পিছন থেকে হেলমেট পরিহিত অজ্ঞাত মোটরসাইকেল আরোহী তাকে লক্ষ করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুজিত রায় জানান, মোশাররফ হোসেন মোশার পায়ে যে গুলি লেগেছে, তা ভেদ করে বেরিয়ে গেছে। তিনি বর্তমানে শংকামুক্ত।

সাতক্ষীরা সদর থানার ওসি স ম কাইউম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যার চেষ্টা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ