Inqilab Logo

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাঘরের শাস্তি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১২:০১ এএম

চলমান বসুন্ধরা গ্রুপ পাইওনিয়ার (অনূর্ধ্ব-১৫) ফুটবল লিগে কার্ড জালিয়াতি করে অনিবন্ধিত ফুটবলারকে খেলানোর অভিযোগে শাস্তি পেল খেলাঘর ক্রীড়া চক্র। তাদেরকে এক বছরের জন্য ফুটবলের সকল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত ৯ জুন তেজগাঁও শিল্পাঞ্চল একাদশের বিপক্ষে খেলাঘর অনিবন্ধিত খেলোয়াড়কে মাঠে নামিয়েছিল। যার প্রেক্ষিতে ১৮ জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত নেয়। এক বছরের নিষিদ্ধ করা ছাড়াও খেলাঘরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক বছর নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া দলের ম্যানেজার সোয়েব হোসেন জিসানকে ৫০ হাজার টাকা, তিন খেলোয়াড় সিজন আহমেদ, মো. সাগর ও আবির হোসেনকে ২৫ হাজার টাকা করে জরিমানা এবং ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে ওই ম্যাচে তেজগাঁও শিল্পাঞ্চলকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বসুন্ধরা

৭ জুলাই, ২০২২
২০ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ