Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাইকেল থেকে পড়ে গেলেন জো বাইডেন, দুঃখ প্রকাশ ট্রাম্পের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ১০:২৮ এএম

অ্যাটলান্টায় যাওয়ার সময় গত বছরের ডিসেম্বরে বিমানে উঠতে গিয়ে সিঁড়িতে পরপর তিনবার পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে সেই সময় হাসাহাসিও কম হয়নি। প্রেসিডেন্টের স্বাস্থ্যগত অবস্থা নিয়েও বিভিন্ন জল্পনা শুরু হয়েছিল সেই সময়। এবার ফের বাইসাইকেল থেকে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

শনিবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে ঘটে এ কাণ্ড। টি-শার্ট, শর্টস আর হেলমেট পরে সহকর্মীদের সাথে নিয়ে সাইকেল রাইডে বেরিয়েছিলেন বাইডেন। বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। পুরো রাস্তা ভালোই সাইকেল চালিয়ে শেষ সময় হয় বিপত্তি। রাইড শেষে অপেক্ষারত সমর্থক ও গণমাধ্যমকর্মীদের মাঝে পৌঁছে সাইকেলসহ কুপোকাত হলেন প্রেসিডেন্ট। তবে খুব একটা আঘাত লাগেনি বলে জানিয়েছেন নিজেই।

মূলত নামতে গিয়ে প্যাডেলের সাথে বেধে পড়ে যান তিনি। সাথে সাথেই উঠে দাঁড়াতে সহায়তা করেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। সহজেই সামলেও নেন। এরপর স্থানীয়দের সাথে মেতে ওঠেন খোশগল্পে। হোয়াইট হাউজ জানিয়েছে, কোনো চিকিৎসা সেবা নেয়ার প্রয়োজন হয়নি বাইডেনের। আরেক দফা সাইকেল চালিয়েই ফিরে যান ভবনে।

এদিকে জো বাইডেনের পড়ে যাওয়ার খবরে দুঃখপ্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যান্য সময় বাইডেনকে ‘দুর্বল’ আখ্যা দিয়ে ঠাট্টা করলেও এবার জানিয়েছেন শুভ কামনা। বলেন, আশা করছি বাইডেন ভালো আছেন। বেশ জোরেশোরেই পড়েছেন তিনি। খুবই ভয়ঙ্কর ছিল। তার সুস্থতা কামনা করছি।

এরই মধ্যে বাইডেনের সাইকেল থেকে পড়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ট্রোল। বিভিন্ন ধরনের মিম বের করে আবারও তাকে নিয়ে চলছে হাসাহাসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ