প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সংগীত তারকা তাহসান ও ইমরান এ বছর একসঙ্গে কাজ করেছিলেন দ্বৈত অ্যালবাম মন কারিগর-এ। রবিউল ইসলাম জীবনের কথায় ইমরানের সুরে কণ্ঠ দিয়েছিলেন তাহসান। এই বছরের ভালোবাসা দিবসে প্রকাশিত হয় গানগুলো। এ ধারাবাহিকতায় আবারও এক হলেন এই দুই গায়ক। অ্যালবামের শ্রোতাপ্রিয় গান তাহসানের গাওয়া ‘কেউ না জানুক’ গানটির মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন তারা। ভিডিওতে তাহসানের সঙ্গে অংশ নিয়েছেন ইমরান। এতে তাহসানের সঙ্গে গিটার বাজিয়েছেন তিনি। বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি। পরিচালক বলেন, প্রথম শোনার পরই গানটির প্রেমে পড়ে যাই। এমন একটি গানের ভিডিও বানাতে পেরে ভালো লাগছে। খুব যত নিয়ে কাজটি করেছি। আশা করি সবার ভালো লাগবে। তাহসান বলেন, আমার অনেক পছন্দের একটি গান এটি। গানটির কথা-সুর চমৎকার। ভিডিওটিও চমৎকার হয়েছে। আমার বিশ্বাস ভক্ত-শ্রোতারা কাজটি খুব পছন্দ করবেন। ইমরান জানান, তাহসান ভাইয়ের জন্য গানটি করার অনুভূতি ছিল অন্যরকম। এবার তার সঙ্গে ভিডিওতে অংশ নিতে পেরে আরো ভালো লাগছে। গানে মডেল হয়েছেন সুজানা ও এবিএম সুমন। সুজানা বললেন, ভিডিওটি দেখলে মনে হবে, একটি নাটক দেখছেন। একটি গল্পের মধ্য দিয়ে গানটি এগিয়েছে। মিউজিক ভিডিওটি ১ ডিসেম্বরে সিডি চয়েসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।