Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবীকে (সা.) অবমাননার নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ১১:২৫ এএম

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুন) মহানবীকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্যের নিন্দা জানায় দেশটি। শুক্রবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা বিজেপির দুই নেতার করা আপত্তিকর মন্তব্যের নিন্দা জানাচ্ছি এবং দলটি প্রকাশ্যে সেই মন্তব্যগুলোর নিন্দা করেছে, যা দেখে আমরা আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা-সহ মানবাধিকার সংক্রান্ত বিষয়ে যেসব উদ্বেগ রয়েছে, সেসব বিষয়ে আমরা ভারত সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে নিয়মিতভাবে সংশ্লিষ্ট রয়েছি এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ভারতকে আমরা উৎসাহিত করছি।’
গত ২৬ মে টেলিভিশনে দেয়া বক্তৃতায় মুহাম্মদ (সা.)-কে নিয়ে বাজে মন্তব্য করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। এতে ভারতসহ মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় তেলসমৃদ্ধ আরব দেশগুলো কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে। যদিও ভারতের সঙ্গে এসব দেশ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে।

পরবর্তীতে নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। ১৯৯০ সালের পর থেকে ভারতের সঙ্গে সম্পর্ক গভীর করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। উদীয়মান চীনকে মোকাবিলায় নিজেদের অভিন্ন স্বার্থ বিবেচনায় তাদের মধ্যে অংশীদারত্ব গড়ে ওঠেছে।
ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় সতর্কতার সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে। মোদি সরকারকে তুষ্ট রেখেই মন্তব্য করতে দেখা গেছে ওয়াশিংটনকে। এদিকে নবীজি (সা.)-কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ করায় ভারতের ছাত্র আন্দোলনের নেতা আফরিন ফাতেমা ও তার বাবা জাভেদ মোহাম্মদের বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে।

রোববার (১২ জুন) বুলডোজার দিয়ে এলাহাবাদ কর্তৃপক্ষ তার বাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছে। এছাড়া আরও দুই মুসলিম পরিবারের বসতবাড়ি মাটিতে মিশিয়ে দেয়ার খবরও পাওয়া গেছে।

দ্য উইয়্যারের খবর বলছে, ভারি পুলিশ প্রহরায় পৌর কর্তৃপক্ষের দুটি বুলডোজার রোববার জাভেদ মোহাম্মদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঘরের সামনের ও পেছনের দরজা ভেঙে ভেতর থেকে জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলা হয়। এরপর বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।



 

Show all comments
  • Titu Meer ১৭ জুন, ২০২২, ১১:৫৬ এএম says : 0
    বুকে হাত দিয়ে বলুন তো আমরা কি মুসলিম ? না কি মোনাফিক ?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ