Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গুলি বিনিময়, নিহত ১

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২২, ৩:৪২ পিএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরে দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালীর বালুখালী ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ সেলিম (৩০) উখিয়া বালুখালী ২ নং ক্যাম্পের ব্লক সিয়ের আবদুল শুক্কুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক।
তিনি বলেন, আসরা ও মুন্না গ্রুপের গোলাগুলিতে আরসার এক সদস্য নিহত হয়েছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা ক্যাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ