Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ১২টি ওয়াচ টাওয়ার আর্মড পুলিশের কাছে হস্তান্তর

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ১০:১১ এএম

টেকনাফে দুটি রোহিঙ্গা ক্যাম্পে নির্মিত ১২টি ওয়াচ টাওয়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কাছে হস্তান্তর
করা হয়েছে। ওয়াচ টাওয়ারগুলো নির্মাণ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে।

এপিবিএন সূত্র জানায়, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২১ (চাকমারকুল) এবং ক্যাম্প-২২ (উনচিপ্রাং) ১৬ এপিবিএনের দায়িত্বাধীন। এই দুই ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১২টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।

গত ১১ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এই ওয়াচ টাওয়ারগুলো এপিবিএন ক্যাম্প কমান্ডারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী কর্তৃপক্ষ। ওয়াচ টাওয়ারগুলোর মধ্যে পাঁচটি রয়েছে রোহিঙ্গা ক্যাম্প-২১-এ। বাকি সাতটি ওয়াচ টাওয়ার রয়েছে রোহিঙ্গা ক্যাম্প-২২-এ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, ওয়াচ টাওয়ারগুলো ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ কর্মকান্ড বেড়ে যাওয়ায় এই ব্যবস্থা নেয়া হয় বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা ক্যাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ