Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌসুমীকে বড় বোনের মতো সম্মান করে জায়েদ, বললেন অঞ্জনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ১০:২১ এএম

জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে হয়রানি, পাশাপাশি সংসার ভাঙার অভিযোগ এনেছেন ওমর সানী। এ দিকে যাকে নিয়ে এই অভিযোগ তিনি অর্থাৎ মৌসুমী জানিয়ে দিয়েছেন জায়েদ খান তাকে অসম্মান করেনি। শুধু তাই নয়, জায়েদ খানকে তিনি সোমবার (১৩ জুন) এক অডিও বার্তায় ‘ভালো ছেলে’ উল্লেখ করেছেন। ওমর সানী-মৌসুমী-জায়েদ খান ইস্যুতে এখন সরব শোবিজ অঙ্গন। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা অঞ্জনা সুলতানা।

অঞ্জনা একটি গণমাধ্যমকে জানান, ‘আমি খুব কষ্ট পেয়েছি। ওরা সবাই (মৌসুমী, ওমর সানী, জায়েদ খান) আমার খুব স্নেহের। দাম্পত্যে মনোমালিন্য হতেই পারে। সানী-মৌসুমীর ব্যক্তিগত বিষয় ঘরে রাখা উচিত ছিলো। তবে মৌসুমীর বক্তব্যে পুরো ঘটনাটি স্পষ্ট হয়েছে।’

অঞ্জনা আরও বলেন, ‘আমার জানামতে, একসঙ্গে সিনেমা করতে গিয়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠেছে। মৌসুমীকে বড় বোনের মতো সম্মান করে জায়েদ। সে (জায়েদ) কেন সংসার ভাঙার কারণ হবে? জায়েদ যাকে বোন বলে ডাকে তার সঙ্গে কেন সম্পর্কে জড়াবে? ও (জায়েদ) শিক্ষিত ছেলে। তার পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো। বিয়ের প্রয়োজন হলে ওর বড় ভাইবোনেরা বিষয়টি দেখবে।’

কিংবদন্তি এই নৃত্যশিল্পী ও অভিনেত্রীর ধারণা, ‘হয়তো তাদের (সানী-মৌসুমী) কোনো সমস্যার সমাধান করতে গিয়ে সানীর কাছে খারাপ হয়ে গেছে জায়েদ। এমনটি হতে পারে। আল্লাহ না চাইলে কারও সংসার টিকবে না। কাউকে দোষ দিয়ে লাভ নেই।’

উল্লেখ্য, গত শুক্রবার (১০ জুন) খল অভিনেতা ডিপজলের বড় ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন ওমর সানী। সেখানে তিনি জায়েদ খানকে চড় মেরেছেন বলে দাবি করেছেন। বিপরীতে জায়েদ তাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। এরপর শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন সানী। তাতে বলেছেন, জায়েদ খান তার ও মৌসুমীর সংসার ভাঙার চেষ্টা করছে।

যদিও ওমর সানীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান। এমনকি চড়-পিস্তলের ঘটনাও সত্য নয় বলে তার দাবি। এরপর সোমবার মৌসুমী নিজেও মুখ খুলেছেন। তিনি স্বামী ওমর সানী নয়, বরং জায়েদ খানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ