Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌসুমীকে ধন্যবাদ জানিয়েছেন জায়েদ খান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২২, ৯:৪৮ এএম

জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে হয়রানি, পাশাপাশি সংসার ভাঙার অভিযোগ এনেছেন ওমর সানী। এ দিকে যাকে নিয়ে এই অভিযোগ তিনি অর্থাৎ মৌসুমী জানিয়ে দিয়েছেন জায়েদ খান তাকে অসম্মান করেনি। শুধু তাই নয়, জায়েদ খানকে তিনি সোমবার (১৩ জুন) এক অডিও বার্তায় ‘ভালো ছেলে’ উল্লেখ করেছেন। মৌসুমীর এই অডিও বার্তার পর সন্তুষ্টি প্রকাশ করেছেন জায়েদ খান। এমনকি তিনি মৌসুমীকে ধন্যবাদও জানিয়েছেন।

জায়েদ খান গণমাধ্যমে বলেছেন, ‘কারো কাছেই প্রমাণ নেই। প্রমাণ থাকলে দেখাক। প্রমাণ ছাড়া বারবার এভাবে বলার কিছুই নেই। আর মৌসুমী আপা তো সব কিছু পরিষ্কার করে দিয়েছেন। এরপর তো আর কিছু বলার থাকে না। যদি প্রমাণ থাকে তাহলে নিয়ে হাজির হবে, সমস্যা কী?’

তাহলে কী এমন কারণে ওমর সানী এসব করছেন? এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘এখানে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। সানী ভাই তৃতীয় পক্ষের কথা শুনে এমন কাজ করছেন। তৃতীয় পক্ষ ফায়দা নেওয়ার চেষ্টা করছে, সানী ভাই সেই টোপ গিলেছেন। সামনে কোর্টের রায়, নির্বাচনকে কেন্দ্র করেই এসব করা হচ্ছে। কোর্টের রায়ের পর তো ওরা আর কিছু করতে পারবে না। যার ফলে সমিতি থেকে আমার সদস্য পদ বাতিল করার একটা পদ্ধতি বের করার চেষ্টা করেছে। কিন্তু মৌসুমী আপা সেই চক্রান্তের ঘৃণ্য চেষ্টাকে রুখে দিয়েছেন। আপাকে ধন্যবাদ। ’

ওমর সানীর ওপর তার আর কোনো ক্ষোভ আছে কিনা জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘ওমর সানী ভাইয়ের ওপর আমার কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। উনি সিনিয়র মানুষ। আমি যে সঠিক ছিলাম, আজকে আপার বক্তব্যই তা প্রমাণ করে।’

উল্লেখ্য, গত শুক্রবার (১০ জুন) খল অভিনেতা ডিপজলের বড় ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন ওমর সানী। সেখানে তিনি জায়েদ খানকে চড় মেরেছেন বলে দাবি করেছেন। বিপরীতে জায়েদ তাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। এরপর শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন সানী। তাতে বলেছেন, জায়েদ খান তার ও মৌসুমীর সংসার ভাঙার চেষ্টা করছে।

যদিও ওমর সানীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান। এমনকি চড়-পিস্তলের ঘটনাও সত্য নয় বলে তার দাবি। এরপর সোমবার মৌসুমী নিজেও মুখ খুলেছেন। তিনি স্বামী ওমর সানী নয়, বরং জায়েদ খানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ