Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে হযরত মুহাম্মদ (সাঃ) ও মা আায়েশা সিদ্দিকা (রাঃ)বিরুদ্ধে অবমাননা ও কটূক্তির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

টেকনাফ উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ৭:৩৮ পিএম | আপডেট : ১২:৪৯ পিএম, ১৬ জুন, ২০২২

মহানবীর অপমান সইবেনা আর মুসলমান এ শ্লোগানে মুখরিত টেকনাফের আকাশ বাতাস,, ভারতের কট্টরপন্থী বিজেপির মুখপাত্র কতৃক বিশ্বনবী-হযরত মুহাম্মদ ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ)এর শানে অবমাননা ও কটুক্তির মন্তব্য এবং মুসলমানদের হত্যা-নির্যাতনের প্রতিবাদে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ১৩ জুন বা'দে জোহর নামাজের পর টেকনাফ পৌর শহর টেকনাফ স্টেশনস্থ " দ্বীপপ্লাজা আবাশিক হোটেল চত্বরে " টেকনাফ উপজেলা ওলামা পরিষদ এর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ওলামা পরিষদ এর সভাপতি মুহতামিম মাওঃ মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাওঃ সাইফুল ইসলাম সাইফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন. সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি ও উপজেলা চেয়ারম্যান নুরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন. টেকনাফ আল জামেয়া আল ইসলামীয়ার মুহতামিম মাওঃ কেফায়েত উল্লাহ শফিক। বক্তব্য রাখেন. বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ আজিজ উদদীন. সাবরাং কাটাবনিয়া মাদ্রাসার মুহতামিম মাওঃ মনির আহমদ ও হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওঃ আবছার উদ্দী নপ্রমূখ। বক্তারা পার্শ্ববর্তী দেশ ভারত ইসলাম নবী হযরত মুহাম্মদ (সা) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দিকা (রাঃ) এর বিরুদ্ধে ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লির শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কতৃক অবমাননা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে মুসলিম উম্মাহর প্রতি বিশেধাকার সৃষ্টি করেছে। যা নিয়ে গোটা বিশ্বে মুসলিম সমাজ তীব্র নিন্দা জ্ঞাপন করেছে। একজন নবী নবী প্রেমিক উম্মত হিসেবে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে নবী মুহাম্মদ (সাঃ) এর সহধর্মীনি ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা ছিদ্দিকা (রাঃ) বিরুদ্ধে অবমাননাকারী ও কটূক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি ভারতের বিজেপি কট্টরপন্থী সরকার মুসলিম নিধনের নামে রাম রাজত্ব কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সভা শেষে একটি বিরাট মিছিল টেকনাফ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশেষ দোয়াও মুনাজাত কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ মিছিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ