Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে লস্কর-ই-তৈয়্যেবার তিন সদস্যকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ২:২৪ পিএম

কাশ্মীরে পুলিশের গুলিতে স্থানীয় সংগঠন লস্কর-ই-তৈয়্যেবার তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় কাশ্মীরের পুলওয়ামার দ্রাবগাম এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। এরপর আজ রোববার কাশ্মীর জোন পুলিশ এক টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছে।
নিহতেরা হলেন- জুনায়েদ শেরগোজরি, ফাজিল নাজির ভাট ও ইরফান এ এইচ মালিক। পুলিশ বলছে, নিহতেরা স্থানীয় বাসিন্দা এবং তাঁরা সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়্যেবার (এলইটি) সঙ্গে যুক্ত।
এ সময় অস্ত্র ও গোলাবারুদসহ অপরাধমূলক সামগ্রী উদ্ধার করেছে বলে জানিয়েছে স্থানীয়। কাশ্মীর পুলিশের আইজিপি জানিয়েছেন, এসব অস্ত্রের মধ্যে দুটি একে-৪৭ রাইফেল এবং একটি পিস্তল রয়েছে। পুলিশ আরও অস্ত্রের সন্ধান করছে।
আইজিপি জানিয়েছেন, নিহতদের মধ্যে জুনায়েদ গোজরি গত ১৩ মে পুলিশ সদস্য রিয়াজ আহমেদ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ