মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের ক্ষমতাসীন বিজেপির বরখাস্ত হওয়া জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে তলব করছে মুম্বাই পুলিশ। আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।
আগামী ২৫ জুন সকাল ১১টায় মুম্বাই পুলিশের কাছে নুপুরকে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নুপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বাই পুলিশ। তার বিতর্কিত মন্তব্য ঘিরে জিজ্ঞাসাবাদ করা হবে। একইসঙ্গে রেকর্ড করা হবে তার বয়ান।
যে অনুষ্ঠানে গিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন সেই ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট চ্যানেলের কাছ থেকে চেয়েছে পুলিশ। নুপুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে এক টেলিভিশন শো’তে ইসলাম ধর্মের নবী সর্ম্পকে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি-র মুখপাত্র নুপুর শর্মা। যে বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ।
নুপুরের মন্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি আরব, কাতার, বাহরাইন, ইরান, কাতার-সহ একাধিক দেশ এই মন্তব্যের জন্য ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিয়েছে। নুপুরকে গ্রেফতারের দাবি উঠেছে বিভিন্ন মহলে। যদিও এখনও পর্যন্ত নুপুর-বিতর্কে মুখ খোলেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।