Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের চলচ্চিত্রে হলিউড তারকা ফ্র্যাঙ্ক গ্রিলো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১০:৩২ এএম

কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ অবলম্বনে নির্মিতব্য ‘এমআর-নাইন’ চলচ্চিত্রে অভিনয় করছেন ক্যাপ্টেন আমেরিকা সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া যুক্তরাষ্ট্রের অভিনেতা ফ্র্যাঙ্ক গ্রিলো। ‘এমআর-নাইন’ সিনেমাটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আসিফ আকবর। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক আসিফ আকবর নিজেই।

পরিচালক আসিফ আকবর গণমাধ্যমকে বলেন, ‘‘যুক্তরাষ্ট্রে এখন ‘এমআর-নাইন’ সিনেমার শুটিং চলছে। ফ্র্যাঙ্ক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পর এর কাজ হবে বাংলাদেশে।’’

মার্কিন অভিনেতা ফ্র্যাঙ্ক গ্রিলো ২০১৪ সালে অ্যাকশন-হরর ফিল্ম দ্য পার্জ: অ্যানার্কি সার্জেন্ট লিও বার্নস চরিত্রে প্রথম প্রধান ভূমিকায় অভিনয় করেন। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ক্যাপ্টেন আমেরিকা সিরিজে অভিনয়ের জন্য। এছাড়াও মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিনেমা ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার,‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘অ্যানিমেটেড সিরিজ হোয়াট ইফ’ সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত।

‘এমআর৯’ সিনেমাটি নির্মিত হচ্ছে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানাকে নিয়ে। এ সিনেমায় মাসুদ রানার ভূমিকায় অভিনয় করবেন এবিএম সুমন। ‘এমআর৯’ সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস।

এদিকে এই সিনেমায় সুলতা রায়ের চরিত্রে বিদ্যা সিনহা মিমের অভিনয়ের কথা থাকলেও শিডিউল জটিলতায় তিনি সরে দাঁড়িয়েছেন; তার চরিত্রে কাকে নেওয়া হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢালিউড

১৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ