মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
টানা ১৩ দিন ধরে ভারতের অরুণাচলের চীন সীমান্তে নিখোঁজ দুই ভারতীয় সেনা। অরুণাচলের ভারত-চীন সীমান্তে ওই সেনা মোতায়েন ছিলেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিখোঁজ ওই দুই সেনার নাম প্রকাশ সিং রানা ও হরেন্দ্র নেগি।
গত ২৯ মে থেকে তাদের কোনো খবর নেই। দুজনই থাকলা পোস্টে কর্মরত ছিলেন। উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগের বাসিন্দা রানা কর্মরত ছিলেন সপ্তম গাড়োয়াল রাইফেলসে। তার বাড়িতে নিখোঁজ হওয়ার খবর দিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার রানার পরিবারের সঙ্গে সাক্ষাত করেন সাহসপুরের বিজেপি বিধায়ক সহদেব সিং। সংবাদমাধ্যমে তিনি বলেন, রানার নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি এ ব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।