Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের দৈনিক করোনা সংক্রমণ ৮ হাজার ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১:৫০ পিএম

ভারতের মহামারী করোনাভাইরাসের দৈনিক সংক্রণের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন; গত তিন মাসের মধ্যে যা সর্বোচ্চ।
দৈনিক সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত ৩ হাজার ৮১ জন। তার মধ্যে মুম্বাইয়েই নতুন আক্রান্ত এক হাজার ৯৫৬ জন। মহারাষ্ট্রের পরই রয়েছে কেরালা (২,৪১৫)। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি (৬৫৫)। তার পরে রয়েছে কর্নাটক (৫২৫)।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। শুক্রবার মৃতের সংখ্যা ছিল ২৪। সক্রিয় রোগীর সংখ্যা শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। শনিবার দৈনিক সংক্রমণের হার ২.৪১ শতাংশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ