Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ফের করোনার প্রকোপ, এক দিনে আক্রান্ত ৮ হাজারের বেশি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১২:৩১ পিএম

ভারতে আবারো চোখ রাঙাচ্ছে করোনা! সারা দেশে একদিনে আক্রান্ত হয়েছে আট হাজারের বেশি। দৈনিক সংক্রমণের শীর্ষে এসেছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত ৩ হাজার ৮১ জন। তার মধ্যে মুম্বাইয়েই নতুন আক্রান্ত এক হাজার ৯৫৬ জন।

ভারতজুড়ে কোভিডের সংক্রমণ ফের বাড়ার ফলে উদ্বেগ বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। গত তিন মাসের মধ্যে এটি সর্বোচ্চ।

দৈনিক সংক্রমণ বাড়লেও, মৃত্যুর সংখ্যা শুক্রবারের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০ জনের। সেখানে শুক্রবার মৃতের সংখ্যা ছিল ২৪। সক্রিয় রোগীর সংখ্যা শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ১০৩। ফলে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

দৈনিক সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও শুক্রবারের তুলনায় কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে, শনিবার দৈনিক সংক্রমণের হার ২.৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। ২৩ জানুয়ারির পর ফের দৈনিক সংক্রমণের সংখ্যা দু’হাজারের কাছাকাছি পৌঁছেছে মায়া নগরীতে। সংক্রমণ বাড়তে থাকায় ফের মাস্ক বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার।

মহারাষ্ট্রের পরই রয়েছে কেরালা (২,৪১৫)। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি (৬৫৫)। তার পরে রয়েছে কর্নাটক (৫২৫)।

সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ