Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লিসহ ভারতে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ বিক্ষোভ, নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ৬:১৬ পিএম

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই সদস্যের করা মন্তব্যের জেরে দেশটির রাজধানী দিল্লির জামে মসজিদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আজ শুক্রবার (১০ জুন) জুমার নামাজ শেষে বিপুলসংখ্যক মুসল্লি বিক্ষোভ করেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এনডিটিভি জানায়, শুক্রবার জুমার নামাজের পর দিল্লির জামে মসজিদে বিক্ষোভ করেন মুসল্লিরা। এ সময় বিজেপির জ্যেষ্ঠ নেতা এবং দলটির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা। পরে অবশ্য বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার দিল্লি ছাড়াও উত্তর প্রদেশের কয়েকটি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা ও দলটির আরেক নেতা নবীন কুমার জিন্দালের গ্রেপ্তারের দাবিতেই বিক্ষোভে অংশ নেন তাঁরা।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে এক টেলিভিশন অনুষ্ঠানে হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নূপুর শর্মা। পরে তাঁর বক্তব্যের সমর্থনে টুইটারে পোস্ট করেন আরেক বিজেপি নেতা নবীন কুমার জিন্দাল। এ ঘটনায় মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক মহলে নিন্দার ঝড় ওঠে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয় আরবের কয়েকটি রাষ্ট্র। উদ্ভূত পরিস্থিতিতে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ