মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ভাড়াটে সেনা হিসেবে অংশ নেওয়ার অভিযোগে ব্রিটেনের দুই ও মরোক্কোর এক নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছেন দোনেৎস্কের একটি আদালত। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) এ দণ্ড ঘোষণা করেন স্বঘোষিত দোনেৎস্ক গণপ্রজাতন্ত্রের আদালত।
রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় এ এলাকায় ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গিয়ে রুশ বাহিনীর হাতে ধরা পড়েছিলেন এই তিন সেনা।
মৃত্যুদণ্ডের সাজা পাওয়া ওই তিন ব্যক্তি হলেন নটিংহামশায়ারের এডেন অ্যাসলিন (২৮) ও বেডফোর্ডশায়ারের শন পিনার (৪৮) ও মরক্কোর ব্রাহিম সাদোন।
আদালতের রায়ে বলা হয়, এডেন অ্যাসলিন, শন পিনার ও ব্রাহিম সাদোন 'গণপ্রজাতন্ত্রী দোনেৎস্ক'-এর সাংবিধানিক শৃঙ্খলা বিনষ্ট করে ক্ষমতা দখলের উদ্দেশ্যে ষড়যন্ত্রসহ নানা পদক্ষেপ নিয়েছিলেন।
এ বিষয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্রিটিশ ও এক মরোক্কান নাগরিকের আইনজীবী জানিয়েছেন, তাঁরা আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। এদিকে ব্রিটেন এই বিচার প্রক্রিয়াকেই 'প্রহসনের বিচার' বলে আখ্যা দিয়েছে।
রায় প্রদানকারী দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ওই আদালত আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। ওই তিনজনের বিরুদ্ধে ইউক্রেনের হয়ে ভাড়াটে সৈন্য হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। কিন্তু দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের দাবি, তাঁরা ইউক্রেনের সেনাবাহিনীতে কাজ করতেন।
এ সম্পর্কিত এক ট্ইুটে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, 'রুশপন্থী নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনে আটক এডেন অ্যাসলিন ও শন পিনারকে দেওয়া দণ্ডের তীব্র নিন্দা জানাই। তাঁরা যুদ্ধবন্দী। এটি বিচারের নামে প্রহসন, যার কোনো আইনি ভিত্তি নেই।'
এদিকে এ সম্পর্কিত এক প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র জানিয়েছেন, জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধবন্দীদের বলা হয় দায়মুক্ত যোদ্ধা, যাদের যুদ্ধে অংশগ্রহণের জন্য অভিযুক্ত করা উচিত নয়।
একই রকম প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিকতোভা। এক প্রতিক্রিয়ায় তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও তামাশা বলে আখ্যা দিয়েছেন। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।