Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কানপুরে সহিংসতার জেরে বিজেপি নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৪:৩৯ পিএম

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননাকর টুইট করার প্রেক্ষাপটে সহিংসতার চারদিন পর স্থানীয় এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, বিজেপি যুব শাখার নেতা হর্ষিত শ্রীবাস্তব তার আপত্তিকর পোস্টের মাধ্যমে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিলেন। বুধবার এনডিটিভি এ খবর জানায়।

কানপুরের পুলিশ কমিশনার বিজয় মীনা বলেন, ‘কেউ ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিজেপির ওই নেতা যেসব টুইট করেছিলেন, পরে সেগুলো ডিলিট করা হয়েছে।

গত শুক্রবার জুমার নামাজের পর কানপুরের কিছু অংশে সহিংসতা ছড়িয়ে পড়ে। জ্ঞানভাপি মসজিদ ইস্যু নিয়ে টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবীকে অবমাননা করে বিজেপি নেতা নুপূর শর্মার মন্তব্যের জেরে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে কানপুর শহরের অনেক মার্কেট ও দোকানপাঠ বন্ধ হয়ে যায়।

রোববার বিজেপি নুপূর শর্মাকে দল থেকে বরখাস্ত করে। সেইসঙ্গে মহানবীকে অবমাননার জেরে বিজেপির দিল্লি ইউনিটের মিডিয়া প্রধান নভীন জিন্দালকেও বহিষ্কার করা হয়। বিজেপি নেতাদের এ ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া এসেছে আন্তর্জাতিক পর্যায় থেকেও। বিশ্বের অন্তত ১৬টি মুসলিম দেশ এসব মন্তব্যের নিন্দা জানিয়েছে।

সোমবার সহিংসতায় জড়িত রয়েছেন- এমন অভিযোগে ৪০ জনের ছবিসহ পোস্টার প্রকাশ করা হয়েছে। পুলিশ সিসিটিভি ও মোবাইল ফোনে ধারণ করাসহ ঘটনার বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে অভিযুক্তদের ছবি সংগ্রহ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ