Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উপহার বিতরণের প্রস্তুতি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৮:৪৫ এএম

পদ্মা সেতুর উদ্বোধন হবে আগামী ২৫ জুন। এ উপলক্ষে পদ্মার মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে সেতু বিভাগ। সেখানে ৬ হাজার মানুষের জন্য পর্যটন করপোরেশন থেকে নাশতা সরবরাহ করার কথা রয়েছে। উদ্বোধন উপলক্ষে দেশি-বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানটি স্মরণীয় রাখতে উপস্থিতদের মাঝে কিছু উপহার সামগ্রী বিতরণের প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।

উপহার সামগ্রীর মধ্যে পদ্মা সেতুর ছবিসংবলিত বিভিন্ন রঙের চাবির রিং, ফেস মাস্ক, পেপার ওয়েট, সিল্কের টাই, মোবাইল ওয়ালেট ইত্যাদি থাকতে পারে। প্রতিটি সংখ্যা ৩০০ পিস নির্ধারণ করা হলেও ফেস মাস্ক থাকবে ৬৩০০টি। এসব কেনার জন্য বাজারদর যাচাই করে ১৫ লাখ ৬১ হাজার

৩৬৫ টাকা প্রাক্কলন করা হয়েছে। স্বল্প সময়ে উপহার কেনার জন্য ওটিএম দরপত্র আহ্বান করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া আর্থিক সীমা স্বল্পতার কারণে আরএফকিউ প্রয়োগ করা কঠিন। তাই সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। তা ছাড়া মেটাল কোটপিন সংগ্রহ করা হচ্ছে প্রকল্পের মাধ্যমে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মা সেতু

১১ জানুয়ারি, ২০২৩
৩১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২৬ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ