মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন র্যাপার ট্রাবলকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার (৫ জুন) যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় তাকে হত্যা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। ইউএস টুডে এ খবর প্রকাশ করেছে।
ট্রাবলের আসল নাম ম্যারিয়েল সেমন্তে অর। তবে ট্রাবল নামে অধিক পরিচিত ছিলেন তিনি। এ ঘটনার পর রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে রকডেল কাউন্টির মুখপাত্র জেদিদ বলেন—‘রোববার ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে কনিয়ার লেক সেন্ট জেমস অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন ট্রাবল। ওই অ্যাপার্টমেন্টে এক মেয়ে বন্ধুর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন ট্রাবল।’
এ হত্যাকাণ্ডের জন্য জ্যামিকেল জোন্স নামে একজনকে সন্দেহ করছে পুলিশ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১৯৮৭ সালের ৪ নভেম্বর জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন ট্রাবল। ১৪ বছর বয়স থেকে র্যাপিং শুরু করেন তিনি। ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম মিক্সট্যাপ ‘ডিসেম্বর ১৭’। ২০১৮ সালে প্রকাশিত হয় প্রথম অ্যালবাম ‘ইজউড’। তার দ্বিতীয় অ্যালবাম ‘থাগ লাভ’ প্রকাশিত হয় ২০২০ সালে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।