মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওন্দোর একটি ক্যাথলিক গির্জায় সশস্ত্র হামলায় নারী ও শিশুসহ ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ওয়ো শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চে প্রার্থনা চলাকালে এ ঘটনা ঘটে। সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওন্ডো রাজ্যের পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি জানিয়েছেন, বন্দুকধারীরা গির্জার ভবনের বাইরে ও ভেতরের প্রার্থনারতদের ওপর গুলি চালিয়েছে। পুলিশ হামলার কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে বলে জানান তিনি। হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলু। হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের দেখতে যান তিনি। এ ঘটনাকে গণহত্যা বলে বর্ণনা করেন তিনি। তবে হামলাকারীদের পরিচয় ও উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। এটিকে জঘন্য কাজ বলে অভিহিত করেন তিনি। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির ওয়ো শহরের এক হাসপাতালের চিকিৎসক জানান, শহরের এফএমসি (ফেডারেল মেডিক্যাল সেন্টার) এবং সেন্ট লুইস ক্যাথোলিক হাসপাতালে যত লাশ পাঠানো হয়েছে তার সংখ্যা ৫০ জনের কম হবে না। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্দুকধারীরা প্রার্থনাকারীদের ওপর গুলি চালায় এবং বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। অনদো প্রদেশ পুলিশের মুখপাত্র ফুনমিয়ালো ইবুকুন ওদুনলামি জানান, ওয়ো শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথোলিক চার্চে একটি ঘটনা ঘটেছে। শিগগিরই পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হবে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। দেশটিতে প্রায়ই চাঁদা আদায়ে অপহরণের ঘটনা ঘটে। এসবের বেশিরভাগ ঘটে উত্তর পশ্চিমাঞ্চলে। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই ধরনের হামলার ঘটনা বিরল। অনদো প্রদেশের গভর্নর আনকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদুলু রাজধানী আবুজা সফর সংক্ষিপ্ত করে হামলার পর প্রদেশে ফিরেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা এই আততায়ীদের খুঁজে বের করতে এবং তাদের মূল্য দিতে বাধ্য করতে সম্ভাব্য সব উপায়ে চেষ্টা চালাতে প্রতিশ্রুতিবদ্ধ।’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।