Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

গরু চুরির অভিযোগ, থানায় নিয়ে ইলেক্ট্রিক শক দিলো পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২২, ১২:০৬ এএম

ভারতের উত্তর প্রদেশে গরু চুরির অভিযোগে এক যুবকের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। লকআপে নিয়ে ওই যুবককে বেদম পেটানোর পাশাপাশি দেওয়া হয়েছে ইলেক্ট্রিক শকও। অসুস্থ হওয়ায় পরে ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর উত্তরপ্রদেশ প্রশাসন চার পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। নির্দেশ দেওয়া হয়েছে উচ্চপর্যায়ের তদন্তের। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় যোগী সরকারের ভাবমর্যাদা ক্ষুণ্ন হয়েছে। ইতোমধ্যে পুলিশের সাত সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। চার পুলিশ সদস্যকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতেও পাঠানো হয়েছে। এ ঘটনাটি ঘটেছে মে মাসে। নির্যাতনের শিকার ওই যুবকের নাম রেহান। পুলিশ বলছে, এলাকায় গরু চুরির পাশাপাশি সে একটি চোরাই চক্রের সঙ্গে যুক্ত ছিল, যে চক্রের কাজ চুরি হওয়া গরু পাচার করে দেওয়া। রেহান যে এলাকায় থাকে, সেই এলাকায় সম্প্রতি বেশ কয়েকটি গরু চুরি হওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয় ঘটনার সঙ্গে রেহান জড়িত। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ রেহানকে গ্রেপ্তার করে। তারপরই তার ওপর শুরু হয় নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে রেহান অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। রেহানের পরিবারের দাবি, তাদের মুখ বন্ধ করতে পাঁচ হাজার টাকা দিতে চেয়েছিল পুলিশ। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ