বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার কিউলিন ইন্ডাস্ট্রিতে (শোলা বা পাটকাঠির মিল) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই জেলার বেড়া উপজেলার কৈটলা ইউনিয়নের মানিকনগরে এ মিলটি অবস্থিত। এ ভয়াবহ আগুনে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেড়া ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মিজানুর রহমান।
তিনি জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এ মিলে শোলা বা পাটকাঠি পুড়িয়ে ছাই (ডাস্ট) উৎপাদন করে চীনে রফতানি করা হয়।
প্রতিষ্ঠানটির ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, লোহার তৈরি গোলাকৃতির বিশেষ চুল্লিতে প্রথমে পাটখড়ি ঢোকানো হয়। এরপর আগুন ধরিয়ে চুল্লির মুখ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ চুল্লির পাশেই হঠাৎ আগুন দেখা দেয়। পরে তা ছড়িয়ে পড়ে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।