গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে চতুর্থ দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ জুন) সকাল আটটার দিকে শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে মিরপুর-১৩ থেকে ১৪ নম্বর সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এরপর তাদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা অস্বীকৃতি জানায়। সকাল ৯টার দিকে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করা শুরু করে পুলিশ। এতে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। মুহূর্তে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
এ ঘটনায় ওই এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া মানুষজন বিপাকে পড়েন।
মিরপুর পুলিশের এডিসি মাহবুব হোসেন জানান, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। কাউকে আটক করা হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।