Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার করোনায় আক্রান্ত ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১০:০১ এএম

হঠাৎ করে আবারও করোনা গ্রাস করেছে বলিউডে। একের পর এক তারকা আক্রান্ত হচ্ছে করোনায়। সম্প্রতি শাহরুখ খান করোনায় আক্রান্ত হয়েছেন। সেই খবরের রেশ কাটতে না কাটতেই খবর এসেছে বলিউডের লাস্যময়ী নায়িকা ক্যাটরিনা কাইফ করোনায় আক্রান্ত। করোনা পজিটিভ হওয়ার কারণে নাকি তিনি আরব আমিরাতে আইফা অ্যাওয়ার্ডে যাননি।

জানা যায়, মূলত করণ জোহরের জন্মদিনের পার্টি থেকে ফেরার পর তারাকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। করণ জোহরের সেই পার্টি থেকে আসার পর শাহরুখ খান, কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুরের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। ক্যাটরিনাও উপস্থিত ছিলেন করণ জোহরের জন্মদিনের পার্টিতে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে বলিউডে এখন সকলের করোনা ছড়িয়েছে।

উল্লেখ্য, দিন কয়েক আগেই ৫০ বছরে পা রেখেছেন বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। জন্মদিনের বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড় পার্টি থ্রো করেছিলেন করণ। জন্মদিন পার্টিতে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী-দামী তারকারা। করণ জোহরের জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাটরিনা কাইফ

১ অক্টোবর, ২০২১
১৪ আগস্ট, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ