Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাটরিনা কাইফের ঘর বাঁধার পরিকল্পনা সফল হয়নি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এখন তার আসন্ন ফিল্ম ‘জিরো’র মুক্তির অপেক্ষায় আছেন। এই ফিল্মটিতে তিনি এক মদ্যপ তারকার ভূমিকায় অভিনয় করেছেন। অভিনেত্রীটি স¤প্রতি তার জীবনে প্রেম, বিয়ের পরিকল্পনা আর সন্তানাদি নেয়ার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। বিয়ের ব্যাপারে তিনি জানান কয়েক বছর আগে তিনি ঘর বাঁ:আর কথা ভেবেছিলেন। তবে তা সফল না হওয়াতে সব তিনি নিয়তির হাতে ছেড়ে দেন এক সময়। তিনি মনে করেন একজন মানুষের জন্য যে পথ নির্ধারণ করা হয়েছে তাকে সেই পথেই হাঁটতে হয়। তিনি জানান একসময় তাকে বিয়ে, সংসার করার ইচ্ছা এসব নিয়ে বেশ লড়াই করতে হয়েছে, তবে তা শেষ পর্যন্ত তার প্রত্যাশা পূরণ করেনি বলে তিনি সব নিয়তির হাতে ছেড়ে দেন। এখন তিনি সব কিছু দুনিয়া আর স্রষ্টার হাতে ছেড়ে দিয়েছেন এবং তিন মনে করেন ক্ষমতাবান কেও তার নিয়তি নির্ধারণ করে দেবে। রোমান্সে তিক্ত অভিজ্ঞতা হলেও তিনি প্রেম ভালবাসার ওপর আস্থা হারাননি। তিনি মনে করেন যখন সবচেয়ে কম আশা করবেন তখনই প্রেম আসবে। ক্যাটরিনা জানান কোনও বিমানবন্দরে একটি বই হারিয়ে ফেলে কোনও আগন্তুক সেই বই ফেরত দেয়ার মত ঘটনা থেকেই জীবনে প্রেম আসতে পারে।



 

Show all comments
  • শামীম ৮ ডিসেম্বর, ২০১৮, ৯:০৫ এএম says : 0
    Yes write disition
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাটরিনা কাইফ

১ অক্টোবর, ২০২১
১৪ আগস্ট, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ