Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যাটরিনা কাইফের সঙ্গে আলিয়া ভাটের বিবাদের গুজব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৮, ১২:০২ এএম

আলিয়া ভাটের সঙ্গে ক্যাটরিনা কাইফের আড়ি হয়েছে এমন গুজব বাতিল করে দিয়ে আলিয়া জানিয়েছেন তিনি ‘টাইগার জিন্দা হ্যায়’ তারকা ক্যাটরিনাকে আগের মতই পছন্দ করেন। আলিয়া রণবীর কাপুরের সঙ্গে প্রেম করছেন এমন খবর বের হবার পরই গুজবের সূচনা হয় ক্যাটরিনার সঙ্গে আলিয়ার সম্পর্ক ভাল যাচ্ছে না। আলিয়া রণবীরের সঙ্গে ডেট করা শুরু করলে গসিপ কলামিস্টরা গল্প ফাঁদতে শুরু করে যে ক্যাটরিনা ইনস্টাগ্রামে আলিয়ার পোস্ট করা ছবি লাইক করা বন্ধ করে দিয়েছেন। রণবীরের এক সময়ের বান্ধবী ক্যাটরিনার সঙ্গে তার আড়ি হয়েছে কী না জানতে চাইলে অভিনেত্রী আলিয়া বলেন ,“না, একেবারে ভুল কথা।আমি সবসময়ই ক্যাটরিনাকে পছন্দ করি। আমি জানিনা অন্যরা একে অন্যভাবে দেখে কেন।” “আমি তাকে ফোন করে বলব আমার ছবি আবার লাইক করতে। এটাই যদি বন্ধুত্বের সূচক হয় তাহলে আমাদের সবার উচিত অন্যদের ছবিতে লাইক দেয়া। এমন হতে পারে যে আমার ছবিগুলো ভাল হয় না। না, আমাদের মাঝে কোনও বিবাদ নেই।” আলিয়অ এখন রণবীর সিংয়ের সঙ্গে ‘গালি বয়’, রনবীর কাপুর এবং অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ কাজ করছেন এবং করণ জোহর পরিচালিত ‘তখত’ ফিল্মে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন; ইতিহাসভিত্তিক চলচ্চিত্রটিতে আরও অভিনয় করবেন কারিনা কাপুর, রণবীর সিং, ভিকি কৌশল, জাহ্নবী, অনিল কাপুর এবং ভূমি পেদনেকার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্যাটরিনা কাইফ

১ অক্টোবর, ২০২১
১৪ আগস্ট, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ