Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহারাষ্ট্র মুম্বাইয়ে বাড়ছে করোনা হাসপাতাল তৈরি রাখার নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০৩ এএম

ভারতের মুম্বাইয়ে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। প্রায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ পরিস্থিতিতে শহরের সব হাসপাতাল ও ল্যাবরেটরি প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। যদিও এখন পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেনি মহারাষ্ট্র সরকার। মুম্বাই প্রশাসনের আশঙ্কা, বর্ষা মৌসুমে লাফিয়ে বেড়ে যেতে পারে করোনা সংক্রমণের সংখ্যা। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমান্বয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ ছাড়া বর্ষায় পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও হয়। সব মিলিয়ে নতুন করে করোনা ছড়াতে শুরু করলে কী কী পদক্ষেপ গ্রহণ করা যায়, তা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন নির্দেশিকা জারি করেছে মুম্বাই প্রশাসন। এর মধ্যে অন্যতম, শহরের সব হাসপাতাল এবং ল্যাবরেটরিকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ। পাশাপাশি সাধারণ মানুষকেও অতিরিক্ত সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। শুক্রবার মহারাষ্ট্র সরকার সব পৌরসভা ও জেলা প্রশাসনকে করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিয়েছে। পাশাপাশি বাস, ট্রেন, প্রেক্ষগৃহ, অফিস, হাসপাতাল, স্কুল ও কলেজে সাধারণ মানুষ যাতে মাস্ক পরেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। এদিকে, ভারতের মহারাষ্ট্রে আবারও বাড়ছে করোনাভাইরাসে শনাক্তের হার। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনিবার নতুন করে কোভিডে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৫৭ জন। মারা গেছেন একজন। নতুন করে সংক্রমণ বাড়ায় আতঙ্ক বাড়ছে জনমনে। মহারাষ্ট্রে এর আগের দিন করোনাভাইরাসে শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৩৪ জন। এ নিয়ে টানা তৃতীয় দিন রাজ্যে শনাক্ত এক হাজারের বেশি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ