মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঘোড়দৌড় নিয়ে তার উৎসাহের কথা কে না জানে! তবু আজ এপসম ডার্বির ঘোড়দৌড়ের অনুষ্ঠানে যোগ দিলেন না ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। শারীরিক অসুস্থতার কারণেই তার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
শাসনকালের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুবিলি উইকএন্ড’-এর প্রথম দিন সকলের হৃদয় আনন্দে উদ্বেল করে জনসমক্ষে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তার উপস্থিতিতে বাকিংহাম প্রাসাদের সামনে উদ্যাপনে মেতেছিলেন লন্ডনের মানুষ। কিন্তু সন্ধায় নিজের বাসভবন উইনসর প্রাসাদে ফিরে শরীর খারাপ বোধ করায় দ্বিতীয় দিনের ‘থ্যাঙ্কসগিভিং’ অনুষ্ঠানে জনসমক্ষে না আসার সিদ্ধান্ত নেন ৯৬ বছরের রানি।
সেই সিদ্ধান্ত বজায় রইল রোববারও, উদ্যাপনের তৃতীয় দিনেও। ফলে, তিনি যোগ দিতে পারছেন না এপসম ডার্বির ঘোড়দৌড়ের অনুষ্ঠান। মনে করা হচ্ছে, কষ্ট করেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ রানির ঘোড়া ও ঘোড়দৌড়ের প্রতি প্রীতি সর্বজনবিদিত। তার শাসনকালে এই নিয়ে তিন বার তিনি ডার্বিতে অংশগ্রহণ করলেন না। গত দিনের মতো এ দিনও উইনসর প্রাসাদে বসে টিভিতে অনুষ্ঠান দেখবেন তিনি।
ডার্বিতে রানির প্রতিনিধি হিসাবে যোগ দেবেন রাজকুমারি অ্যান। মায়ের মতো তারও ঘোড়দৌড়ের প্রতি বিশেষ ভালবাসা রয়েছে। তিনি নিজেও এক জন দুর্দান্ত ঘোড়সওয়ার। জানা গিয়েছে, ডার্বির মাঠের চারপাশে বিশেষ স্ক্রিন টানিয়ে তাতে রানি ও তার প্রিয় ঘোড়াদের ছবি দেখানো হবে। রাজকুমারি অ্যান ছাড়াও ‘জুবিলি উইকএন্ড’-এর বিভিন্ন অনুষ্ঠানে রানির প্রতিনিধি হিসাবে যোগ দিচ্ছেন রাজপরিবারের অন্য সদস্যেরাও।
রোববার বাকিংহাম প্রাসাদের অনুষ্ঠানে একটি ‘ওপেন এয়ার কনসার্টে’ রানিকে সম্মান জানাবেন প্রিন্স অব ওয়েলস চার্লস ও ডিউক অব কেমব্রিজ উইলিয়াম। আড়াই ঘণ্টার এই অনুষ্ঠানে দর্শক সংখ্যা কমপক্ষে ২২ হাজার জন। থাকবেন ‘বিটল্স’ খ্যাত স্যর পল মাকার্টনি, এড শিরান, স্যর ডেভিড অ্যাটেনবরো, স্টিফেন ফ্রাই প্রমুখ। বিশেষ আকর্ষণ ‘কুইন’ ব্যান্ড খ্যাত গিটারিস্ট ব্রায়ান মে। ২০ বছর আগে, রানির শাসনকাল পূর্তির ‘গোল্ডেন জুবিলি’ অনুষ্ঠানে বাকিংহাম প্রাসাদের ছাদে অনুষ্ঠান করেন তিনি।
এ ছাড়া, এ দিন সকালেও রয়েছে উদ্যাপনের বিশেষ পরিকল্পনা। ডিউক ও ডাচেস অব কেম্ব্রিজ উইলিয়াম ও কেট কার্ডিফ প্রাসাদে কনসার্টের শিল্পীদের সঙ্গে দেখা করবেন। সন্ধ্যাবেলা কার্ডিফ প্রাসাদেও রয়েছে বিশেষ উদ্যাপনের পরিকল্পনা। অন্য দিকে, রানির ছোট ছেলে এডওয়ার্ড, যিনি আর্ল অব ওয়েসেক্স নামে পরিচিত ও তার স্ত্রী সোফি (কাউন্টেস অব ওয়েসেক্স) উত্তর আয়ারল্যান্ডে রানির শাসনকাল পূর্তির উদ্যাপনে অংশ নেবেন। তবে, অনুষ্ঠান ও উদ্যাপন যে রানিকে ছাড়া জমে না, সেই ভাবখানা সকলের মধ্যেই স্পষ্ট। কারও কারও ধারণা, রানি হয়তো সন্ধ্যার অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও করতে পারেন। কিন্তু তা না হওয়ারই সম্ভাবনা বেশি। সূত্র: ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।